Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের শুরুতেই দুই ইউকেট পড়ে গেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট একটি সাম্প্রদায়িক ও অশুভ জোট। তাদের জোট গঠন হতে না হতেই দুই উইকেট পড়ে গেছে। এদের নিয়ে চিন্তার কিছু নেই।

আজ শনিবার রাজধানী ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আ'লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের কাছে জনগণের কোন মূল্য নেই। দেখুন, তারা জোট গঠন করেই বিদেশিদের কাছে গিয়েছে। জনগণের কাছে যায়নি। এতেই তাদের অশুভ চিন্তাটি ধরা পড়ে। তারা জনগণের চিন্তা করে না।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নিয়ে ভয়ের কোন কারণ নেই। তারা যে বিএনপির সাথে জোট করেছে সেই জোট ১০ বছরে ১০ মিনিটের কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি।

সেতুমন্ত্রী বলেন, মাত্র তো ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। খেলার শুরুতেই দুই উইকেট পড়ে গেছে। বাকিটা দেখা যাবে আসন ভাগাভাগির সময় কত ধানে কত চাল?

সিলেটে অনুমতি না পেলেও সমাবেশ করবে ঐক্যফ্রন্ট এতে আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নিবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত একটি নির্বাচনী ঐতিহ্য হয়ে আছে, সেভাবে তারা যেতে পারে। কিন্তু তারা যদি বিশৃঙ্খলা ঘটানোর জন্যে কোন কাজ করে সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন সিদ্ধান্ত নিতে পারে।
 
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক অা ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অাফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামাল হোসেন, মারুফা অাক্তার পপি প্রমুখ।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভাটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২টা ৩৫ মিনিটে এবং সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১২টা ৪৬ মিনিটে।

Bootstrap Image Preview