Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও'য়ে প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতন

 জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৩ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০১:৪৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের একটি শয্যার মেঝেতে শুয়ে কয়েকদিন ধরে কাতরাচ্ছেন রহিমা আক্তার নামে একজন গৃহবধূ (২৬)। যৌতুকের দাবিতে স্বামী, শ্বাশুড়ি ও ননদ মিলে তাঁর হাত পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে নির্মমভাবে মারধর করতেন।

শুধু তাই নয়, রহিমার স্বামী তাঁকে উপর্যপুরি লাথি ও চড় থাপ্পর মারেন। এতে অজ্ঞান হয়ে যান রহিমা। তার কানে রক্ত জমাটবেঁধে যায়। এরপর স্বামী তাঁকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।

পরে স্থানীয় লোকজন টের পেয়ে রেহনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঠাকুরগাঁও'য়ের রোড এলাকায় এই গৃহবধূর ওপর এই অমানসিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনার পরের দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, ওই গৃহবধূর বাবা। রহিমার মত হাসপাতালের ওই ওয়ার্ডের রয়েছে আরও তিনজন গৃহবধূ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ জানান, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তিন দিন থেকে। তাঁর চিকিৎসাতো দূরের কথা মামলা না করতে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন হাসপাতালে এসে হুমকি দিচ্ছে। এ অবস্থায় ওই গৃহবধূ নিরাপত্তাহীনতায় ভুগছে।

অন্যদিকে এক স্কুল শিক্ষিকা জানিয়েছেন, তাঁর স্বামী তাকে রেখেই আরেকটি বিয়ে করে অন্য যায়গা বসবাস করছে। দুই সন্তান নিয়ে নিদারুণ জীবন পার করছেন তিনি।

ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদফতরের গত চার মাসের তথ্যমতে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধর্ষণের চেষ্টা, নারী নির্যাতন, অপহরণ, যৌতুক, যৌন হয়রানি ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৯৭জন নারী।

এ বিষয়ে বাংলাদেশ মহিলাপরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব বলেন, সমাজের সবস্তরের নারীরা কোনো না কোনভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে তাঁরা নিজ ঘরেও নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। নির্যাতনকারীরা ভূমিকায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষকেই দেখা যায়।

নারী নির্যাতন কেন বাড়ছে ? এমন প্রশ্নের উত্তরে ঠাকুগাঁও সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী শিক্ষক মাহমুদ হোসেন জানান, মানুষের নৈতিক মূল্যবোধের অভাব ও সামাজিক অবক্ষয়ের কারণে নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই নির্যাতনের হাত থেকে নারীদের রক্ষা করতে হলে শিক্ষা, শ্রদ্ধা ও সম্মান,সর্বোপরি মানসিকতার পরিবর্তনের জায়গাগুলোতে কাজ করতে হবে। স্কুল কলেজের পাশাপাশি পরিবার থেকেও সন্তানদের নারীদের সম্মান করা শেখাতে হবে।

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে যারা যার অবস্থান থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীদের সাহস করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আইনের আশ্রয় নিতে হবে। গণমাধ্যমকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও বেশি কাজ করতে হবে।
 

Bootstrap Image Preview