Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নানাবাড়ির পথে আইয়ুব বাচ্চু, ফিরছেন মায়ের কাছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারবাদক আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামের মাদারবাড়ি তাঁর নানাবাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তার মরদেহ বহনকারী ইউএস বাংলার ১০৩ নম্বর ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। আর পুরো বিষয়টি তদারক করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে সর্বসাধারণের দেখার জন্য তাঁর মরদেহটি রাখা হবে। এর আগে যতক্ষণ তাঁর নানাবাড়িতে মরদেহটি থাকবে, ততক্ষণ নিকটাত্মীয় ব্যতীত অন্য কাউকে সেখানে গিয়ে ভিড় না বাড়াতে অনুরোধ করেছেন চসিক মেয়র।

আজ শনিবার বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার চতুর্থ নামাজে জানাজা। জানাজা শেষে বিকেলে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন উপমহাদেশের এই শ্রেষ্ঠ গিটারিস্ট।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেইন জানিয়েছেন, মাদারবাড়িতে কিংবদন্তি এই শিল্পীকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্স সূত্রে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে আইয়ুব বাচ্চুর মরদেহ শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। মরদেহের সঙ্গে রয়েছেন আইয়ুব বাচ্চুর স্বজনেরা। এর আগে আইয়ুব বাচ্চুর মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

প্রসঙ্গত, মাত্র ৬০০ টাকা পকেটে নিয়ে ৩৫ বছর আগে চট্টগ্রাম ছেড়েছিলেন কিংবদন্তী এই শিল্পী। আজ শেষবারের মতো সেই পুরোনো ঠিকানায় মায়ের কাছে ফিরেছেন তিনি।

Bootstrap Image Preview