Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, অক্টোবার ২০১৯ | ৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে আবু বক্কার ওরফে বাক্কা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার ডান চোখে ও বাম কানের নিচে গুলির দাগ রয়েছে। 

শনিবার (২০ অক্টোবর) সকালে সীমান্তের পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি বেনাপোল পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে এক যুবকের মরদেহ পড়ে রয়েছে।

পরে সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানায় মরদেহ দেখতে এসে একজন লাশ সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

Bootstrap Image Preview