Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:৫২ PM

bdmorning Image Preview


আইপিএলের শেষ তিন আসরে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া অন্য দুই আসরে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু ২০১৯ সালে আইপিএলের বারো তম আসরে মুস্তাফিজকে দেখা যেতে পারে অন্য একটি ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামতে। 

আইপিএলে ১২ তম আসর শুরু হবে আগামী বছর। সে হিসেবে এখনো হাতে অনেকটা সময় বাকি আছে।কিন্তু এর মধ্যেই ফ্রাঞ্চাইজি গুলো দল গোছাতে শুরু করেছে। আর এতে প্রথমেই কপাল পুড়ল মুস্তাফিজের।

ইএসপিএন ক্রিকইনফো রিপোর্ট প্রকাশ করেছে, গত মৌসুমে ২ কোটি ৮০ লাখ রুপিতে ডি কককে কিনেছিল ব্যাঙ্গালুরু (আরসিবি)। এবার একই মূল্যে আরসিবির কাছ থেকে ডি কককে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থভান্ডারে যাতে ভারসাম্য বজায় রাখতে বিগত আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনা মুস্তাফিজুর রহমান এবং ৫০ লাখ রুপিতে কেনা আকিলা ধনঞ্জয়াকে ছেড়ে দিয়েছে আইপিএলের তিনবারের শিরোপা জয়ীরা।

গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খূব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। তবে যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তাতে ভালো বোলিং তাতে করেছিলেন। এমনকি ম্যাচের শেষ দিকে বোলিংয়ে এসে চমক দেখিয়েছিলেন। কিন্তু, সমস্যা ছিল খুবই বাজে ফিল্ডিং করেছিলেন তিনি সেবার। একের পর এক ক্যাচ ছেড়ে মুম্বাইকে কয়েকটা ম্যাচে হারিয়েই দেন।আইপিএলে ২৪ ম্যাচ খেলে মোট ২৪টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

Bootstrap Image Preview