Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টির মহাসমাবেশ আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১০:৪৪ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বৃহত্তর ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে জাতীয় পাটির নেতাকর্মীরা যোগ দেবেন।

দলীয় সূত্র থেকে জানা যায়, এবারের মহাসমাবেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃহত্তম জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি।

এদিকে জাতীয় পাটির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এ সমাবেশে প্রমাণ হবে জাতীয় পার্টি এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আমাদের জনসমর্থন আছে।

এই মহাসমাবেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এতে সভাপতিত্ব করবেন। তিনি এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, দেবেন রাজনীতিতে নতুন বার্তা।

মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টি এবং জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

এদিকে, মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, এবারের মহাসমাবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এদিন রাজধানী ঢাকা থাকবে জাতীয় পার্টির দখলে। জাতীয় পার্টির শক্তি এবং সামর্থ্যরে বিষয়টিও জানান দেয়া হবে এ মহাসমাবেশের মধ্য দিয়ে।

Bootstrap Image Preview