Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় ৬৭টি পূজামণ্ডপে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন

মোস্তাফিজুর রহমান ফিলিপস্, সাঘাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


বিজয়াদশমীতে মায়ের পায়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাঘাটায় শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শুভ শক্তির জয়ের প্রত্যাশা জানিয়ে দেবীর কাছে ছিল প্রার্থনা। ছিল পূজোর আনন্দের রেশ আর বিদায়ের সুরও। আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় এবার আনন্দের রেশটুকু থেকে যাবে আগামী সময়ের জন্য।

শুক্রবার (১৯অক্টোবর ) সাঘাটায় ৬৭টি পূজামণ্ডপে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়। তবে ভরতখালী ইউনিয়নের উল্যাবাজারে প্রতিমা বিসর্জনের আগে আরোতী হওয়াকে কেন্দ্র করে দুই মণ্ডপের ভক্তদের মাঝে হাতাহাতির সংঘঠিত হয়।

পরে আনসার বিডিপি ও জনসাধারণের সহযোগীতায় পরিস্থিতি শান্ত করে সুষ্ঠুভাবে কাগড়াগারী নদীতে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ করা হয়।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী। মহাশক্তির কাছে রোগ-শোক-জরা কাটিয়ে দেশের মঙ্গল কামনায় জানানো হয় প্রার্থনা।

আবারো বছর ঘুরে ফিরবেন অসুরদামিনী। আসছে বছর আবার হবে। অপেক্ষার প্রহর শুরু এখন থেকেই।


 

Bootstrap Image Preview