Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের নির্দেশে মেয়ের লাশ কাঁধে নিয়ে ৮ কিমি হাঁটতে হলো বাবাকে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৫৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৫৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঘূর্ণিঝড় তিতলির আঘাতে আক্রান্ত হয়ে মারা যায় ৭ বছরের শিশু ববিতা। পুলিশের নির্দেশে সাত বছরের মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য আট কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যেতে হয়েছেন তার বাবাকে। গাড়ি ভাড়ার টাকা না থাকায় অসচ্ছল ওই বাবা মেয়ের লাশ কাঁধে নিয়েই হেঁটে গেছেন ওই হাসপাতালে।

ভারতে ওড়িশ্যায় সম্প্রতি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

জিনিউজের খবরে বলা হয়েছে, ওড়িশ্যার গজপতি জেলার আতঙ্কপুর গ্রামে গত ১১ অক্টোবর নিখোঁজ হয়ে যায় মুকুন্দ দোরার ৭ বছরের মেয়ে ববিতা।

ববিতার বাবা ও স্থানীয়রা জানিয়েছেন, তিতলির সময় ধসে চাপা পড়ে ববিতার মৃত্যু হয়। বুঝবার মৃতদেহটি পাওয়া যায় একটি নালার মধ্যে।

লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ। মুকুন্দ গণমাধ্যমকে জানান, পুলিশ এসে লাশের ছবি তুলে নিয়ে যায়। বলে যায়, লাশ ময়নাতদন্তের জন্য ভবানীপাটনা হাসপাতালে নিয়ে যেতে হবে।

পুলিশ লাশ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেনি। মেয়ের লাশ আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়ে যায়। গরিব মানুষ। গাড়ি ভাড়া করার সামর্থ্য আমার নেই। ফলে মেয়ের লাশ বস্তায় ভরে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাই।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সেখানে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। সেবার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে স্বামীকে ১০ কিলোমিটার হাঁটতে হয়েছিল।

Bootstrap Image Preview