Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, অক্টোবার ২০১৯ | ৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ক্ষোভে-দুঃখে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন সাধু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ক্ষোভে-দুঃখে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন ভারতের এক সাধু। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বামনা জেলায় এই ঘটনা ঘটে। ওই সাধুর নাম মাদানি বাবা (২৮)। তিনি জেলার কামসিন গ্রামের বাসিন্দা।

জানা যায়, সেখানে তরুণ এক সাধুর বিরুদ্ধে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। নিজের ওপর এতো বড় অপবাদ সহ্য করতে পারেননি তিনি। তাই ক্ষোভে-দুঃখে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন বলে জানা গেছে।

মাদানি বাবা অভিযোগ করেন, তিনি খালি পড়ে থাকা একটি জমিতে একটি আশ্রম গড়ে তুলতে চেয়েছিলেন। তখন স্থানীয় কয়েকজন লোক তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের গুজব ছড়ায়। এর পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

বামনা জেলা হাসপাতালের চিকিৎসক বলবীর সিং জানান, ওই সাধু তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। তার চিকিৎসা চলছে। বিষয়ে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Bootstrap Image Preview