Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়: ভূমিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৩৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১০:৩৫ PM

bdmorning Image Preview


ঈশ্বরদী প্রতিনিধিঃ

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র সকল ধর্মের বিধানসমূহ শান্তিপূর্ণভাবে পালনে সহায়তা করবে।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসবে মহাষষ্ঠী হতে বিজয়াদশমী পর্যন্ত সারা বিশ্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ, সুখ, স্বচ্ছন্দ, প্রীতি, সৌহার্দ্র, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ভাগাভাগি করে নেয়। অনুরূপভাবে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিজয়ের আনন্দ ও বিদায়ের ব্যথা মিশ্রিত দিনের স্মৃতিকে ধারণ করে গণতান্ত্রিক সরকার জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এ সময় তিনি মন্দিরের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

বিশ্বনাথ পালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তি বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview