Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মো. নাজমুল হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview


ঢাকার নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব ও দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) দেওতলা নবারোর সংঘের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগীতায় শেখ বাড়ির নৌকা চ্যাম্পিয়ন হয়।

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। এসময় তিনি বলেন, বর্তমানে নির্বাচনের বছর চলছে। খুব শীঘ্রই নির্বাচন। এ নির্বাচনে ঢাকা-১ আসন একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। কিন্তু যত ভিন্নমত থাকুক না কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে প্রার্থী দিবেন আমরা তার হয়ে কাজ করবো।

এসময় মাসুদ মোল্লা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুব মহিলালীগের সাধারণ স¤পাদক লাবন্য আক্তার ভুঁইয়া, বিশিষ্ট সাংবাদিক রাশিম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক তাহের খান, লিপি গমেজ , নবাবগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ স¤পাদক প্রিয়াংকা খান এ্যানি, মৌসুমী আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview