Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্গোৎসবে অতিরিক্ত মদপান করে ২ যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৩৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এ দুর্গোৎসবকে উদযাপন করতে গিয়ে অতিরিক্ত মদ পান করে দুজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ অক্টোবর) সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই যুবক।

নিহতেরা হলেন যশোর শহরতলী ধর্মতলা এলাকার সুনীল দাসের ছেলে দিপু দাস (৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পূজা চলাকালে দিপু দাস অতিরিক্ত মদ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। একই রাতে দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ্ হয়ে পড়ে মুন্না। প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview