Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে প্রশ্নফাঁস : ‘ঘ’ ইউনিটে প্রথম সেই ছাত্র নায়িকা বুবলীর ভাই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সেই জাহিদ হাসান আকাশ চিত্রনায়িকা বুবলীর ভাই।

গত মঙ্গলবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । এতে ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এর আগে পরীক্ষার দিনই এই ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এই অভিযোগের মধ্যেই ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের দুই ইউনিটের ফলাফলের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়, ঘ ইউনিটে মেধাতালিয়ায় ১০০ ক্রমের মধ্যে থাকা ৭০ জনের বেশি শিক্ষার্থী তাদের নিজ নিজ অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হননি।

জানা যায়, বুবলীর ছোট ভাই জিহাদ হাসান আকাশ রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

সেসময় ছোট ভাইয়ের দারুন ফলাফলে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ছোটভাই রাজউক উত্তরা মডেল কলেজ থেকে (এইচএসসি)-তে ‘জিপিএ ৫’ পেয়েছে। তোমার জন্য গর্বিত ভাইয়া। সবাই তার জন্য দোয়া করবেন।’

তখন বুবলির সেই আনন্দে ভাগ বসিয়েছিলেন নায়ক শাকিব খানও। নায়িকার ভাইয়ের এমন কীর্তিতে তিনি শুভকামনা জানান।

এর কয়েক মাস পর ঢাবির গ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেনি না‌য়িকা বুবলীর একমাত্র ছোট ভাই জাহিদ। আর তার একমাস পর সেই জাহিদই ঘ ইউ‌নি‌টে প্রথম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাবির ভর্তি পরীক্ষায় "ঘ" ইউনিটে প্রথম হওয়া জিহাদ নিজের ব্যবসায় শাখায় ফেল করেছেন। "গ" ইউনিটে তিনি পেয়েছেন ৩৪ দশমিক ৩২। বাংলায় পেয়েছিলেন ১০.৮ ইংরেজিতে পেয়েছিলেন ২.৪০, হিসাব বিজ্ঞানে ৫ দশমিক ২৮, ব্যবসায় নীতিতে ৬ দশমিক ৭২ এবং ফিন্যান্স এ ৯ দশমিক ৮৪।

অথচ জিহাদের নম্বরপত্র পর্যালোচনা করে দেখা যায়, সে "ঘ" ইউনিটে পেয়েছেন ১১৪ দশমিক ৩০। যেখানে বাংলায় ৩০ এর মধ্যে ৩০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৭.৩০, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলিতে ২৮ দশমিক ৩০ এবং আন্তর্জাতিকে ২৫ দশমিক ৫০।

মাত্র এক মাসের ব্যবধানে ঘ ইউনিটের পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তিনি ১১৪.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকার বাণিজ্য শাখায় প্রথম স্থান অধিকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে ১২০ এর মধ্যে ১১৪.৩০ কেউ পায়নি। দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি ১২০ এর মধ্যে পেয়েছেন ৯৮.৪০। মেধাক্রমে যার ব্যবধান অনেক।

এদিকে এ ফলাফল নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ওই বিতর্কে ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও জড়িয়ে ফেলেছেন অনেকে। এই নিয়ে ফেসবুকে চলছে ট্রল। সমালোচকদের দাবি, বুবলী তার ভাইকে প্রশ্ন জালিয়াতিতে সহযোগিতা করেছেন। যদিও এর কোন সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে শাকিব বলেন, আমি কি বলবো এ বিষয়ে! ও ভালো রেজাল্ট করেছিল শুনে ভালো লেগেছে। এখন যদি এমন কিছু সত্যিই হয়ে থাকে। সেটা দু:খজনক।

অপরদিকে আকাশ ইউসিসি কোচিংয়ের উত্তরা ব্রাঞ্চের ছাত্র ছিল বলে জানা গেছে। ফল প্রকাশের পরই নিজেদের ফেসবুক পেজে ইউসিসি একটি স্ট্যাটাস দেয়। যেখানে লেখা ছিল- ‘আলহামদুলিল্লাহ, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থেকে প্রথম স্থান অধিকার করেছে ইউসিসির কৃতী শিক্ষার্থী জাহিদ হাসান আকাশ (ব্যবসায় শিক্ষা)। বিস্তারিত পরে জানানো হবে। দুই ঘণ্টার মধ্যে তাকে নিয়ে লাইভে আসছি...’। এর কিছুক্ষণ পর তাকে নিয়ে লাইভে আসেন ইউসিসির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী।

এ ব্যাপারে ইউসিসি কোচিং সেন্টারের পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, জাহিদ ইউসিসি কোচিংয়ের উত্তরা ব্রাঞ্চের ছাত্র ছিল। আর কেউ যদি অপরাধ করে তাহলেত কোচিংকে ধরার সুযোগ নেই।

উল্লেখ্য, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয় শুক্রবার (১২ অক্টোবর)। আর এই দিনই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে সেই অভিযোগ স্বীকারও করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Bootstrap Image Preview