Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যর সেঞ্চুরিতে ৮ উইকেটের বিরাট জয় বিসিবি একাদশের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটের বিরাট জয় পেয়েছে বিসিবি একাদশ। এই ম্যাচে ১০২ রানে অপারাজিত ছিলেন বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য সরকার। 

আগামী ২১ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথমটি শুরু হবে ২ নভেম্বর। যা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে সিলেটের। ঢাকার মিরপুরে ১১ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরী, মোর্শেদুল আক্তার ও নাইম হাসান।

Bootstrap Image Preview