Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না: শিল্পমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৩২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৩২ PM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের নীতি-আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী বলেন, নেতাকর্মীরা কেউ আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না।

শুক্রবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবখানে ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, তাতে টানা ৩০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কথা। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহিনসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview