Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'সাঘাটায় আনন্দ ভাগাভাগি করে পূজা উদযাপন করছে সর্বস্তরের মানুষ'

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় সাঘাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে লক্ষে সাঘাটায় প্রধান প্রধান পূজা মণ্ডপ প্রর্দশন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে উল্যাবাজার পূজা মণ্ডপ প্রর্দশনকালে মাহামুদ হাসান তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। অস্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। হিন্দু-মুসলমান আনন্দ ভাগাভাগি করে পূজা উদযাপন করছে।

এসময় পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে ভরতখালী ইউনিয়নের চেয়াম্যান ছামসুল আজাদ শীতল বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ভরতখালী ইউনিয়নের পক্ষ থেকে গ্রাম পুলিশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পূজা পরিদর্শনের সময় ছাত্রলীগের সাবেক সভাপতির সাথে ছিলেন উল্যাবাজার পুজা মন্ডপের সভাপতি বাদল সাহা, সাধারন সম্পাদক রতন সাহা, ভরতখালী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি কামরুল ইসলাম নিয়াজ কাদেরী, সাধারণ সম্পাদক শফিউল আলম খোকন, সাহঃ সভাপতি, ফারুখ মন্ডল মন্দিরের ঠাকুর শ্যামলসহ প্রমুখ।

উল্লেখ্য, এবার উপজেলায় মোট ৬৭ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মহাষষ্ঠির মধ্য দিয়ে শুরু হলে ও শুক্রবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।

Bootstrap Image Preview