Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আনুশকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের নিময় পাল্টিয়ে দিলেন বিরাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা বিদেশ সফরে কুড়ি দিনের বেশি সময় কাটাতে পারতেন না। কিন্তু সম্প্রতি বোর্ডকে এমন পলিসিতে বদল আনতে উদ্যোগী হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিদেশ সফরে পুরো সময়ের জন্য স্ত্রী’কে পাশে চেয়ে আবেদন জানান তিনি। দলের অন্যান্য ক্রিকেটারেরাও অধিনায়কের দাবিকে সমর্থন জানান।
বোর্ড নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিষ্ট্রেটরের অধীনে এতদিন আলোচনা সাপেক্ষ ছিল বিষয়টি। কোহলির আবেদন পূর্ণাঙ্গ বিবেচনা করে অবশেষে তাঁদের সিদ্ধান্ত জানাল সিওএ। কোহলির চাহিদাকে পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের পুরনো পলিসিতে বদল আনল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। বিদেশ সফরে পুরো সময়ের জন্য স্ত্রী-বান্ধবীদের ক্রিকেটারদের পাশে থাকার অনুমোদন সুপারিশ করল সিওএ।
অনুমোদন সুপারিশ করলেও একটি শর্ত রেখেছে তারা। শর্তানুযায়ী এক্ষেত্রে স্ত্রী কিংবা বান্ধবীরা সফর শুরুর দশ দিন পর যোগ দিতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। এরপর বাকি সফরের পুরোটাই প্রিয়জনের সঙ্গী হতে পারবেন তারা। শুধুমাত্র ক্রিকেটারেরা নন, এই পলিসির আওতায় আনা হয়েছে কোচ বা সাপোর্ট স্টাফেদেরও।
 

Bootstrap Image Preview