Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যমুনায় ইলিশ শিকারের দায়ে জাল পুড়িয়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদী থেকে ইলিশ মাছ শিকারিদের প্রায় এক হাজার মিটার জাল আটক করেছে মৎস্য কর্মকর্তা। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালের দিকে যমুনা নদীর শহড়াবাড়ি, বানিয়াজান ও পুকুরিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত ইলিশ মাছসহ এই জাল আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় জেলেরা যমুনা নদী থেকে রাতের আধাঁরে ইলিশ মাছ শিকার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যমুনা নদীতে ইলিশ মাছ শিকারের সময় এক হাজার মিটার জাল আটক করা হয়।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা যমুনা নদীতে জাল ফেলে রেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা ইলিশ মাছ গুলো নদীতে ছেড়ে দিয়েছেন।

এ দিকে বিকেল ৪টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে আটককৃত এক হাজার মিটার জাল পুড়িয়ে ছাই করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মসলেম উদ্দিন, মমতাজুর রহমান, আজিজা খাতুন ও অফিস সহকারী হারুনর রশিদ প্রমুখ।

Bootstrap Image Preview