Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী হাওয়া: নরসিংদীতে এবার সম্ভাব্য প্রার্থী যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকল দলের প্রার্থীরা নির্বাচনকে সামনে রেখে নিজেদের পরিচয় তুলে ধরতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন হাট-বাজারে এমনকি মোড়ে মোড়ে প্রার্থীদের রংবেরঙের ছবি ও ব্যানারে শোভা পাচ্ছে। কোন কোন প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

৭৩টি ইউনিয়ন ও ৭টি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী জেলা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসন থেকে ক্ষমতাশালী মনোনয়ন প্রত্যাশী দুই জন বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) ও যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী আলহাজ্জ্ব পিন্টু। অপরদিকে, বিএনপির প্রার্থী রয়েছেন খায়রুল কবির খোকন ও হারুন-উর-রশিদ।

নরসিংদী-২ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ড. দিলিপ (বর্তমান সংসদ সদস্য)। বিএনপি প্রার্থীর মধ্যে রয়েছেন- ড. মঈন খান, এ্যাডভোকেট বাছেদ ভূইয়া এবং এলদেম কবির।

নরসিংদী-৩ আসনের আ'লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন শিবপুর উপজেলার বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব জহিরুল হক মোহন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন, মনজুর এলাহী, আকরামুল হাসান মিন্টু, কালা মিয়া মাষ্টার, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার।

নরসিংদী-৪ আসনের বেলাব মনোহরদী মিলিয়ে একটি আসন হয়। এখানে আসনের আ'লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট হুমায়ুন মজিদ। অপরদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, লে. কর্ণেল (অব:) জয়নাল আবেদীন ও সানাউল হক হিরু।

নরসিংদী-৫ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য সাবেক টেলিযোগাযোগমন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু, সালাউদ্দিন আহমেদ বাচ্চু, হারন-উর-রশিদ হারন ও এ্যাডভোকেট রিয়াজুল করিম কাউছার। এ আসনের মনোনয়ন দৌড়ে বিএনপি প্রার্থী রয়েছেন, ইঞ্জিনিয়ার আসরাফ, এ.কে.এম নেজহার উদ্দিন, এম.এস জামান ও রুহেল।

জামায়াত, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির একক প্রার্থী থাকলেও তাদের গণসংযোগ নেই বললেই চলে। তবে কিছুটা আছে জাতীয় পার্টির।

আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একাধিক প্রার্থী মনোয়ন পেতে ভোটারদের দুয়ারে নিজেদের পরিচয় তুলে ধরছেন। তবে দীর্ঘদিন পুরাতন কমিটি দিয়ে চলছে দলটির উপজেলা পর্যায়ের কার্যক্রম। এ জন্য তৃণমুল নেতা-কর্মীরা নেতৃবৃন্দের প্রতি নাখোশ। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে অনেকে ধারণা করছেন। অন্যদিকে, চরম অস্থিরতার মধ্যে দলীয় কার্যক্রম চালাচ্ছে বিএনপি।

এ দিকে রায়পুরা উপজেলা সংসদ সদস্য সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এই প্রতিবেদককে জানান- বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ ও মেঘা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের মনে আস্থা ফিরিয়ে এনেছে। আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

অপরদিকে, শিবপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক মোহন জানান- শিবপুরসহ নরসিংদী জেলায় বর্তমান সরকার শিক্ষা ও  বিভিন্ন খাতে ব্যাপাক উন্নয়ন করেছে বিধায় শেখ হাসিনার হাতকে শক্ত করতে শিবপুর আসনে দলীয়ভাবে যে মনোনয়নপত্র পাবে তার পক্ষে আমরা কাজ করে যাব।

এ দিকে বেলাব ও মনোহরদী আসনের সংসদ সদস্য এডভোকেট হুমায়ুন মজিদ বলেন- বর্তমানে সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ও মধ্যমায়ের দেশে পরিণত করেছে। তাই আমরা মুজিব কন্যা শেখ হাসিনার হাতকে শক্ত করতে আওয়ামী লীগের হয়ে কাজ করে যাব।

এ দিকে রাজনীতি বিশেজ্ঞরা মনে করেন- বর্তমানে দুই পক্ষের রাজনীতিমূলক বক্তব্য দেওয়ায় গ্রাম পর্যায়সহ তৃণমূল পর্যায়ে রাজনীতিতে এখন সংকটময় পরিবেশ তৈরী হচ্ছে। এখনই রাজনীতিবিদরা তাদের রাজনীতি বক্তব্য পাল্টাপাল্টি অভিমতগুলো সহানুভূতিশীল দিলে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে তৃণমূল পর্যায়ে।

Bootstrap Image Preview