Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রক্টরের সামনেই অসুস্থ হয়ে পড়লেন আখতার, উত্তপ্ত ঢাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


প্রশ্নফাঁস হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী আকতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী তার সঙ্গে কথা বলতে হয়ে পড়েন ওই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় প্রক্টরের সঙ্গে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আকতারের দাবিকে ‘স্বাগত জানিয়ে’ প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।

আখতার হোসেন যে ৪টি দাবিতে অনশন করছেন সেগুলো হলো- 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা নেয়া, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিগত বছরে যারা জালিয়াতি করে ভর্তি হয়েছে তাদের চিহ্নিত করে বহিষ্কার করা।

এদিকে পরীক্ষার ফলাফল বাতিল এবং ফের পরীক্ষা নেওয়াসহ ৪ দফা দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এসব মিলিয়ে ঢাকিতে উত্তপ্ত অবস্থা নিরাজ করছে।

অন্যদিকে, একদল শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় কার্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ছাত্রলীগও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যাচাই বাছাই সাপেক্ষে পুনরায় পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে।

Bootstrap Image Preview