Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার জেরুজালেমকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া।

ইতিমধ্যে তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। কয়েক দশকের নীতি বদলে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ক্ষেত্রে তার সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।

জেরুজালেম বিষয়ে পদক্ষেপ নেয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখার আহ্বান জানিয়েছে বিরোধীরা। মঙ্গলবার এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

আন্তর্জাতিক নীতি ও উদ্বেগ পাশ কাটিয়ে গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। চলতি বছরের মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে এনেছেন মার্কিন দূতাবাস। দ্বিতীয় দেশ হিসেবে প্যারাগুয়ে একই পদক্ষেপ নিলেই পরে সিদ্ধান্ত বদলেছে দেশটির সরকার।

এবার মার্কিন মিত্র অস্ট্রেলিয়া সেই একই বিতর্কিত পথে এগোচ্ছে। মাত্র সাত সপ্তাহ হল ক্ষমতায় এসেছেন মরিসন। এসেই সমস্যার সমাধান নয়, সমস্যা উসকে দেয়ার পরিকল্পনা করছেন তিনি।

সোমবার মরিসন বলেছেন, ‘জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা দায়িত্ববানের মতো প্রস্তাব। কেননা দেশ দুটির সমস্যা সমাধানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আপাতত দেখা যাচ্ছে না।’

Bootstrap Image Preview