Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ জেলেসহ ভারতীয় ট্রলার পাকিস্তানে আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৩ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের একটি ট্রলারসহ ১১ জন জেলেকে আটক করেছে পাকিস্তান ম্যারিটাইম সার্ভিলেন্স এজেন্সি (PMSA)। পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, ওখায় রেজিস্টার করা 'খুদা দোস্ত কা করম’ নামের ট্রলারটি গিয়ে পড়েছিল একটি ‘নো ফিশিং জোনে’, গুজরাটের কচ থেকে ৩৬ নটিক্যাল মাইল দূরে। এরপরই ট্রলারটি আটক করা হয়।

অন্যদিকে, আরও একটি ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতনের’ তৎপরতায় আটক হওয়ার থেকে রেহাই পেল আরও দুটি ট্রলার, ‘মেশব মা’ এবং ‘ সাফিনা-আল-তাহিরি’। ট্রলার দুটিতে ছিলেন ১৯ জন জেলে এবং এ দুটিও ওখাতেই রেজিস্টার করা হয়। খবরে প্রকাশ, জাহাজ দুটিকে তাড়া করেছিল একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ। কারণ সেগুলি নাকি পাকিস্তানি সমুদ্রে ঢুকে পড়েছিল।

ঠিক সময়ে ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটিকে উদ্ধার না করলে সেগুলির পাকিস্তানি এজেন্সির হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল।

ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য, আরব সাগরে ঘটা এই দুটি ঘটনার মধ্যে কতটা দূরত্ব ছিল, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

Bootstrap Image Preview