Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মহানবী (সা.) এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মদিনা নগরীর পবিত্র মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ অক্টোবর) রাতে তিনি মহানবীর (সা.) রওজা জিয়ারতের পাশাপাশি মসজিদে নববীতে পবিত্র এশার নামাজ আদায় করেন। এরপর বাংলাদেশের অব্যাহত শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার তার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এর পর প্রধানমন্ত্রী মদিনায় যান।

আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা মদিনা থেকে জেদ্দা যাওয়ার কথা রয়েছে। সেখানে দুপুরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর তিনি মক্কায় গিয়ে পবিত্র ক্বাবা শরিফে এশার নামাজ আদায় করবেন। পরে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

আগামীকাল শুক্রবারই জেদ্দা থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview