Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের কাছে খাশোগি নিখোঁজের অডিও রেকর্ডিং চাইলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview


খাশোগি নিখোঁজের বিষয়ে তুরস্কের কাছে কোনো অডিও রেকর্ডিং থাকলে তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আঙ্কারার কাছে যদি খাসোগি হত্যার কোনো শক্ত প্রমাণ বা অডিও রেকর্ডিং থেকে থাকে তবে আমি সেটা দিতে তাদের অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যদিও অডিও রেকর্ডিং থাকার বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এটা থাকার সম্ভাবনা রয়েছে।’

নিখোঁজ খাশোগি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। নিখোঁজ হওয়ার দিন তিনি তুর্কি বাগদত্তা হাতিস চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। সেখানে আগের বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন খাসোগি। এরপর তিনি আর বের হননি বলে জানান তাঁর বাগদত্তা হাতিস চেঙ্গিস।

সৌদি রাজ পরিবার খাশোগিকে হত্যা করেছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে তুরস্ক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁকে খুন করার নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ দেশটির। তবে সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এ কারণে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি খাসোগি হত্যায় জড়িত সৌদি সরকারকে রক্ষার চেষ্টা করছেন। সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, ‘অভিযোগটি একেবারেই সত্য নয়। আমি প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।’

খাশোগি অন্তর্ধানের বিষয়ে তথ্য জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সদ্যই সৌদি এবং তুরস্ক সফর করেছেন। ট্রাম্প পম্পেও’র প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বলে সাংবাদিকদের জানান।

খাশোগি অন্তর্ধান নিয়ে চলা বিতর্কের মধ্যেই ওয়াশিংটন পোস্ট এই সাংবাদিকের লেখা সর্বশেষ কলাম প্রকাশ করেছে। ওই কলামে খাসোগি আরব রাষ্ট্রগুলোতে সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকার বিষয়ে কঠোর সমালোচনা করেছেন বলে জানা গেছে।

Bootstrap Image Preview