Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্কারের সমতুল্য অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশের সিন্দাবাদ ডটকম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তথ্যপ্রযুক্তির অন্যতম বড় আসর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮-এ একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জনসহ ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। চীনের গুয়াঞ্জুতে শনিবার অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সে বাংলাদেশের সর্বপ্রথম স্টার্টআপ সিন্দাবাদ ডটকম ‘স্টার্টআপ’ শ্রেণীতে মেরিট অ্যাওয়ার্ড লাভ করেছে।

এপিসিটিআই অ্যাওয়ার্ড হলো এশিয়া প্যাসিফিক আইসিটি এলায়েন্স কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক পুরষ্কার যেটিকে আইসিটি ক্ষেত্রে অস্কারের সমতুল্য বলে গণ্য করা হয়।

এই পুরষ্কারর উদ্দেশ্য হচ্ছে আইসিটি খাতে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে প্রসারিত করা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও বিনিয়োগকারীদের নিকট মানদণ্ড নিরূপণের মাধ্যমে উদ্যোক্তা ব্যাবসায় প্রতিষ্ঠানের প্রসারণে উৎসাহিত করা।

এই বছর অনুষ্ঠিত ১৮তম পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, বাঙ্গলাদেশ, ব্রুনাই, চীন, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ মোট ১৭টি দেশ অংশ নেয়।

উক্ত অনুষ্ঠানে সিন্দাবাদ ডটকমের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জিশান কিংশুক হক গুয়াঞ্জু প্রদেশের অর্থনীতি ও তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, শেন জিজং ও এসিপিটিআই অ্যাওয়ার্ডের প্রধান বিচারক, গানসেন ঝাও থেকে এই পুরষ্কার গ্রহণ করেন।

ই-কমার্স প্রতিষ্ঠান সিন্দাবাদ ডটকম অনলাইন শপের মাধ্যমে অফিস, কারখানা থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের প্রাত্যহিক ব্যবসায়িক কার্যক্রম প্ররিচালনার জন্য সব ধরণের পণ্য বিক্রি করে থাকে।

উক্ত প্রতিষ্ঠান ক্রেতাদের প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি ক্রয় এবং সঠিক সময়ে অফিস প্রাঙ্গণে পন্য পরিবহণ নিশ্চিত করে।

জিশান কিংশুক হক বলেন, ‘এই পুরষ্কার সিন্দাবাদ ডট কম-কে অফিস, কারখান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক কেনাকাটা সহজতর করতে উৎসাহিত করবে’।

তিনি বলেন, ‘আমরা চাই, ক্ষুদ্র কোম্পানিগুলো যেন বৃহৎ কোম্পানিগুলোর মত কেনাকাটা করতে পারে এবং বৃহৎ কোম্পানিগুলো ঝামেলিহীন ও দক্ষতার সাথে কেনাকাটা করতে পারে’।

মাত্র দুই বছরে উক্ত কোম্পানি ৪০০ প্রতিষ্ঠান ও ৫০০ এসএমই ব্যবসায় প্রতিষ্ঠানকে সেবা প্রদান করেছে বলে প্রতিষ্ঠান থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিমধ্যে অনন্ত গ্রুপের সহায়ক প্রতিষ্ঠান সিন্দাবাদ ডটকম ফ্রন্টিয়ার ফান্ড, একটি ইউরোপিয়ান প্রাইভেট ইকুয়িটি ফান্ড থেকে ‘সিরিজ এ’ অর্থায়ন নিশ্চিত করেছে।

এশিয়া প্যাসিফিক আইসিটি এলায়েন্স হলো বিভিন্ন দেশের অর্থনীতি প্রতিনিধিত্বকারী আইসিটি প্রতিষ্ঠানের একটি জোট যা কাজ করে চলছে আইসিটি প্রসারে পারস্পরিক সহায়তামূলক সম্পর্ক নির্মাণ, প্রযুক্তিগত উদ্ভাবন প্রসার, সামর্থ্য ও অভিযোজন নিশ্চিতকরণ এবং বৈদেশিক বাজারে দেশীয় আইসিটি প্রযুক্তির প্রসার।

প্রসঙ্গত, সিন্দাবাদ ডটকম একটি অনলাইন শপ যেখানে অফিস এবং ব্যবসায়ের নিত্যদিনের কেনাকাটা করা যায়। এটিতে বর্তমানে অফিস সাপ্লাই, স্টেশনারী, হাউজ কিপিং পণ্য, আইটি, ইলেক্ট্রিক্যাল, সেফটি এবং সিকিউরিটি ক্যাটেগরিতে ৬ হাজারের বেশি পণ্য পাওয়া যায়। জিরো গ্র্যাভিটি ভেঞ্চার্স লিমিটেড অনন্ত গ্রুপের একটি ই-কমার্স স্টার্ট আপ। প্রতিষ্ঠানটি বর্তমানে সিন্দাবাদ ডটকম ছাড়াও কিকশা ডটকম নামে দুইটি ইকমার্স ভেঞ্চার পরিচালনা করে।

Bootstrap Image Preview