Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত ৫০ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


২০১৫ সালে ব্রাজিলে হয়েছিল জিকা মহামারী। এবার ভারতের রাজস্থানের জয়পুরে গত কয়েকদিনে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এদেশে আর কখনও একসঙ্গে এত মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হননি। যদিও এখনও তাকে মহামারী বলতে রাজি নয় সরকার । কিন্তু আগামী দিনে আরও অনেকে এই রোগে আক্রান্ত হতে পারেন বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা সকলেই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরের বাসিন্দা। এদের কেউ কেউ বিহারের মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে আসা কর্মী।’

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

এটা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ভারতে তৃতীয় জিকা ভাইরাস প্রাদুর্ভাবের ঘটনা। দিনের বেলায় সক্রিয় এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়।

জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হল জ্বর, মাথা ধরা, গায়ে র‍্যাশ বেরনো, কনজাংটিভাইটিস, গাঁটে ব্যথা ইত্যাদি। জিকা ভাইরাসবাহী মশার কামড়ালে দুই থেকে সাতদিনের মধ্যে শরীরে ওই রোগের লক্ষণ প্রকাশ পায়।

মহামারী বিশেষজ্ঞরা বলছেন, আগামী সাত দিনে রাজস্থানে আরও অনেকের দেহে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

Bootstrap Image Preview