Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে মন্দিরে নারী প্রবেশে বাধা দেয়ায় সংঘর্ষ, গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৪১ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কেরালা রাজ্যের সাবারিমালা মন্দিরে শতাব্দী পুরনো নিষেধাজ্ঞা অমান্য করে নারীদের প্রবেশের ফলে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে সাত জনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া এক রায়ে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ প্রদান হয়। তবে সেই আদেশের পরও মন্দিরটিতে নারীদের প্রবেশে বাঁধা দেওয়া হলে সেখানে প্রথমে সংঘর্ষ বাধে ও পরে গ্রেফতারের ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি।

কেরালার একজন ও অন্ধ্র প্রদেশের একজন নারীসহ চারজনের একটি দল পাহাড় চূড়ায় অবস্থিত মন্দিরটির উদ্দেশে ট্রেকিং শুরু করলে মাত্র কয়েকশ’ মিটার এগোনোর পরই রায়ের প্রতিবাদকারী ভক্তরা তাদেরকে ফিরে যেতে বাধ্য করে।

কেরালা থেকে যাওয়া নারী লিবি সিএস একজন সাংবাদিক। তিনি রওনা দেয়ার কয়েক ঘণ্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবারিমালায় যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের বাধা দানকারী ভক্তরা ওই স্ট্যাটাস দেখেছিল।

সাবারিমালা থেকে ৪.৬ কিলোমিটার দূরে পামবা এলাকায় ভক্তদের একটি দল লিবিদের ওপর হামলা করতে এগোলে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের বাঁচিয়ে ফেরত নিয়ে আসে।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং পিরিয়ড হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

রায়ে প্রধান বিচারপতি বলেন, উপাসনা এবং নিবেদন কখনো লিঙ্গ বৈষম্যমূলক হতে পারে না। ঈশ্বরের কাছে সব ভক্তই সমান। দেবী আয়াপ্পাও এর বাইরে নন। উপাসনায় সবার সমান অধিকারে পুরুষতন্ত্র কখনো বাধা হতে পারে না।

এর প্রায় এক মাস পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিকভাবে নারী ভক্তদের জন্য বিকেল ৫টা থেকে খুলে দেয়া হয় মন্দিরের দরজা। কিন্তু মন্দিরের ভক্তরা সুপ্রিম কোর্টের এই বিচার মেনে নিতে পারছে না। মঙ্গলবার বিকেল ৩টার দিক থেকে মন্দিরের সব বয়সী পুরুষ ও বর্ষীয়ান নারী ভক্তরা সাবারিমালার পথ আটকে মিছিল শুরু করে।

ওই সময় পূণ্যার্থীবাহী প্রত্যেকটি বাস থামিয়ে জোর করে উঠে তারা খুঁজে খুঁজে দেখতে থাকে ১০ থেকে ৫০ বছর বয়সের কোনো নারী মন্দিরে যাওয়ার চেষ্টা করছে কি-না। 

এ পর্যায়ে একটি সরকারি বাস থেকে মন্দিরগামী সাংবাদিকতা বিভাগের একদল ছাত্রীকে জোর করে টেনেহিঁচড়ে বের করে মারধর করে ফেরত পাঠিয়ে দেয় উত্তেজিত ভক্তরা। ওই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় আবারও মন্দির খোলা হবে।

Bootstrap Image Preview