Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'উত্তরাঞ্চলে এখনো জঙ্গি আছে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


লালমনিরহাট প্রতিনিধি:

'লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। লালমনিরহাট থেকে সম্প্রতি ৮ জন জঙ্গি ধরা পড়েছে। জঙ্গী দমনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।'

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে জেলার শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে কালিবাড়ী এলাকায় একই স্থানে মসজিদ-মন্দির পরিদর্শনে এসে রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোজাম্মেল হক এসব কথা বলেন।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিরা ২০১৪ সালের মত কোন ঘটনা যেন আর ঘটাতে না পারে এজন্য র‌্যাব প্রস্তুত রয়েছে। দেশে জঙ্গিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। দেশের শৃংখলা রক্ষার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে প্রশাসনকে সহযোগিতা করলে দ্রুত বাংলাদেশ জঙ্গীবাদ মুক্ত হবে।

এ সময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview