Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, অক্টোবার ২০১৯ | ৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপূজার অঙ্গ হিসেবে বিবেচিত পূজা কুমারী পূজা। ধর্মীয় সৌরভে নারী জাতির মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এ পূজা করা হয়।

বুধবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের রঘুনাথপুর কালীবাড়ি ও শহরের কলজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারী রুপে পূজা।

সারা দেশের মতো পর্যটন নগরী শ্রীমঙ্গলের রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে দেবীর মহাঅষ্টমী তিথিতে দেবী দুর্গার মালিণী রুপে পূজা করা হয় সাড়ে ৬ বছরের কুমারী অর্পিতা চক্রবর্ত্তীকে। অর্পিতা শ্রীমঙ্গল বনগাঁও এলাকার নুপুর চক্রবর্তীর মেয়ে।

এ দিকে একই কামনায় সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে দেবী দুর্গার মালিণী রুপে পূজা করা হয় ৭ বছরের কুমারী ঐন্দ্রিলা চক্রবর্ত্তীকে। ঐন্দ্রিলা হবিগঞ্জের পুরাণ মুন্সিপি এলাকার চয়ন চক্রবর্তীর মেয়ে।

ঐন্দ্রিলা চক্রবর্তীর মা বর্নালী চক্রবর্তী জানান, তার মেয়ে ২য় শ্রেণিতে লেখাপড়া করছে। শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির পুরহিতদের আহব্বানে তিনি মেয়েকে কুমারী মায়ের রুপে পূজার আসনে বসান।

কুমারী পূজায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার হাজার হাজার সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল জানান, মূলত প্রতিবছর শ্রীমঙ্গলের রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতেই ২০ বছর যাবৎ পূজো হয়ে আসছে। সেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

এ বছর প্রথমবারের মতো শহরের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে পৃথক আরেকটি কুমারী পূজার আয়োজন করা হয়। এতেও ব্যাপক আকারে ভক্তদের উপস্থিতি রয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview