Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান'

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বুধবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে এক শুভেচ্ছা বক্তব্যে এ আহবান জানান।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি যে রুপেই হোক এরা আপনাদের ও আমাদের শত্রু। এ অপশক্তির বিরুদ্ধে আপনাদের আমাদের নির্ভরযোগ্য ঠিকানা হল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আপনাদের শত্রু নিরীহ মসুলমানরা নয়। আপনাদের শত্রু সাম্প্রদায়িকতা। দেশে সকল ধর্মের মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের আরো বলেন, দেশে সবার সমান অধিকার রয়েছে। তাই আপনারা নিজেদের মাইনোরিটি ভাববেন না। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালায় তারা দুর্বৃত্ত, তাদের কোন দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন পরিস্থিতিতে আপনাদের পাশে রয়েছেন। দূর্গাপূজা উপলক্ষ্যে সরকার সারাদেশে নিরাপত্তার ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে জাতীয় ঐক্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য একটি জগাখিচুরি ঐক্য। বিএনপির এখন দরকার ড. কামাল হোসেনের উপর ভর করা। কারণ তাদের চেয়ারপার্সন কারাগারে অন্তরীণ, দন্ডিত এবং তারা যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন তিনিও লন্ডনে পলাতক এবং তিনিও যাবজ্জীবন দণ্ডে দন্ডিত হয়েছেন।

কাজেই বিএনপির এখন একজন নেতার দরকার। দু:খজনক হলেও সত্য, তাদের নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোন নেতা নেই। তাই তারা জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের উপর ভর করে তাকে নেতা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আ'লীগ সভাপতি খিজির হায়াত খান, সম্পাদক নূরনবী চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম ছারোয়ার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত ও কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

Bootstrap Image Preview