Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীর ডাঃ আনোয়ার আবিষ্কার করলেন আধুনিক ধান মাড়াই মেশিন 

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


দিনাজপুররে ফুলবাড়ী উপজেলায় স্থানীয়ভাবে দেশিয় প্রযুক্তিতে ডাঃ আনোয়ারের তৈরি আধুনিক ধান মাড়াই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আধুনিক ধান মাড়াই মেশিনের প্রস্তুতকারক ডাঃ আনোয়ারের গ্রাামের বাড়ি উপজলোর আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠে আধুনিক ধান মাড়াই মেশিন উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা শফিফুল ইসলাম। 

ডাঃ আনোয়ার বলেন, তার তৈরি আধুনিক ধান মাড়াই মেশিন আমাদের দেশে এখনো কারো চোখে পড়ে নাই। সে কারণে আমার আধুনিক ধান মাড়াই মেশিন বাংলাদেশের প্রথম মেশিন। যে মেশিন দিয়ে কৃষক মাঠ থেকে ধান কাটার পরে যে আটি করে খুলিয়ানে আনে। সেই আটি থাকা অবস্থায় ধান মাড়াই করা যাবে তাতে আটি খোলার প্রয়োজন হবে না। ফলে কৃষকের ধান মাড়াইয়ের পর ধানের আটি পূণরায় বাঁধার প্রয়োজন হবে না। যেহেতু ধানের আটি খোলার প্রয়োজন নেই সে কারণে কৃষকের শ্রমিক খরচ কম হবে এবং ঝামেলা কম হবে।

কৃষি কর্মকর্তা হামিম আশরাফ বলেন, ডাঃ আনোয়ার পূর্বেই হারভেস্টার মেশিন তৈরি করে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। বর্তমান সেই হারভেস্টার মেশিন এই এলাকায় ধান কাটা মাড়া কাজে জনপ্রিয় হয়ে উঠেছে। তার ২য় আবিষ্কার রিমোট চালিত পাওয়ারট্রিলার। এবার তিনি আধুনিক ধান মাড়াই মেশিন আবিষ্কার করেছেন যাতে কৃষকের অনেক লাভজনক হবে।   

উপজলো নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, আমাদের বিদেশ থেকে কৃষি যন্ত্রাংশ আমদানি করতে অনেক টাকা ব্যয় করতে হয়। ডাঃ আনোয়ারের এই মেশিন বাংলাদেশে নতুন আবিষ্কার। আমরা তার তৈরি আধুনিক ধান মাড়াই মেশিনের বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো এবং কিভাবে সারা বাংলাদেশ ওনার এই অত্যাধুনিক আবিস্কার গুলো পরিচিত হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো। 

তিনি ২০১৩ সালে হারভেস্টার মেশিন তৈরি করে জাতীয় পুরুস্কার পেয়েছেন। আমরা আশা করি তার এই আবিষ্কারের ফলে তিনি জাতীয় পুরস্কার জন্য পুণরায় বিবেচিত হবে। 


 

Bootstrap Image Preview