Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ইউটিউব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


কোনও গুজব নয়। বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গেল ইউটিউব। আর তাতেই হইচই বিশ্বজুড়ে। ইউটিউব টিমের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে এই তথ্য জানা যায়।

বুধবার ভোর থেকে এই ভিডিও মাইক্রোব্লগিং ওয়েবসাইটে লগ ইন করতে পারছিলেন না ইউজাররা। ফলে ভিডিও দেখা যাচ্ছিল না। ভিডিও আপলোডও করা যাচ্ছিল না।

লগ ইন করতে গেলে '৫০০ ইন্টারনাল সার্ভার এরর' ম্যাসেজ দেখাচ্ছিল। তবে মঙ্গলবার রাতেও সচল ছিল জনপ্রিয় এই ভিডিও সাইট। কিন্তু কেন হঠাৎ ইউটিউব বন্ধ হয়ে গেল তা পরিস্কার নয়।

সমস্যার কথা স্বীকার করে নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দেয় ইউটিউব।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, 'ইউজারদের এই ‌সমস্যার জন্য আমরা দুঃখিত। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি আমরা।'

ঘণ্টা খানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। টুইটারে ফের ইউটিউব কর্তৃপক্ষ জানান, 'ধৈর্য ধরার জন্য গ্রাহকদের ধন্যবাদ। পরিষেবা ব্যহত হওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গোটা বিশ্বজুড়ে ইউটিউবের সার্ভারে যে সমস্যা হয়েছিল, সেটা এখন স্বাভাবিক। ইউজাররা এবার নির্বিঘ্নে আমাদের পরিষেবা উপভোগ করতে পারেন।

Bootstrap Image Preview