Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিডিং ইউনিভার্সিটিতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাসান বিন নিয়াজ,  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৪৪ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা ২টায় সিলেটের দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৫৮ টি দল অংশ গ্রহণ করে।

ফাইনাল খেলায় কিলার জায়ান্ট কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রেড সিগনাল। এর আগে টিচার্স বনাম অফিসার্সদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ট্রাইবেকারে ২-১ গোলে জয়লাভ করে অফিসার্স।

পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন রেড সিগনালের অয়ন। 

উক্ত ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলি এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মেজর (অবসরপ্রাপ্ত) মু. শাহ আলম পিএসসি, বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের সদস্য মু. আব্দুল হাই, স্পোর্টস ক্লাবের এডভাইজর ও হোটেল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান প্রমুখ। 

Bootstrap Image Preview