Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ধর্ম যার যার, উৎসব সবার'

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৩৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৩৭ PM

bdmorning Image Preview


ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উৎসব পালনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে ভাইবোনের মতো থাকি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবগুলো পালন করি।এখানে 'ধর্ম যার যার, উৎসব সবার' তাই পার্বত্য অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। আসুন, সবাই মিলে আমরা এই দেশটা একসঙ্গে সুন্দরভাবে গড়ে তুলি।  

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ২৪ আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একে.এম সাজেদুল ইসলাম মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, একে অপরের সুখে দুখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাস করলেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন অগ্রগতি হবে।

তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে এই উৎসব হোক, সেটাই আমরা চাই।

এসময় কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ব্রজলাল দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল ও অন্যান্যদের সাথে নিয়ে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বরণ করে নেয়।   

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, সিন্দুক ছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রুবায়েত মাহমুদ হাসিব পি এস সি জি, মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মো: ইমরাউল কায়েস ইমরুল পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইঁয়া, ২৪আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মো: মঈনুল আলম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্য ও মাটিরাঙ্গার সনাতনী ভক্তপ্রাণ ও নরনারীবৃন্দরা। 

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ২৪ আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বজ্রলাল দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল ও বলি টিলা শংকর মঠ আশ্রম পূজামণ্ডপের সভাপতি রতন কুমার বণিক ও কমিটির সদস্যদের হাতে ২৫ হাজার টাকা ও ফল ফলাদি তুলে দেন।

Bootstrap Image Preview