Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ছাঁদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ আবছার কবির, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৩৭ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৩৭ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আমির হোসাইন (৩২) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসাইন কক্সবাজার সদরের টেকপাড়ার বাসিন্দা বলে জানা যায়।   

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৪ তলা বিশিষ্ট ভাড়া বাসার চতুর্থ তলার ছাদের দেয়ালে কাজ করতে গিয়ে ফসকে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষণা করেন।

বাসার কেয়ারটেকার নতুন পল্লান পাড়ার বাসিন্দা শামসুল আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির মালিককে বিল্ডিং কোর্ড অনুযায়ী নির্মাণ সামগ্রী ব্যবহার করার জন্য বারবার বলা হলে ও সে নিয়মাবলী অনুসরণ করতে অবহেলা করে। যার কারণে জীবনে ঝুঁকি নিয়ে শ্রমিকরা পেঠের দায়ে কাজ করে। ভবনের স্বত্বাধিকারী জাকারিয়ার মুঠোফোনে (০১৮১১৭৩১০৭৮) একাধিকবার ফোন করা হলে ও রিসিভ করেনি। অভিযোগ উঠেছে নিহত শ্রমিককে ঐদিন তার ইচ্ছার বিরোদ্ধে জোরপূর্বক কাজ করতে বাধ্য করেছিল মালিক জকরিয়া।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন বিষয়টি মাত্র শুনেছি। এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Bootstrap Image Preview