Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কে এই জাফরুল্লাহ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


১৯৬৫ সালের ঘটনা। বেশ পুরানোও বটে। তৎকালীন সময়ে মস্কো-পিকিং দ্বন্দ্ব হয়। যার ফলস্বরূপ বাংলাদেশের বাম ধারার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন মতাদর্শগত কারণে বিভক্ত হয়ে যায়।

এরপর মস্কোপন্থি অংশের নেতৃত্বে ছিলেন বর্তমানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এবং পিকিংপন্থি গ্রুপের নেতৃত্ব দেন বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রী এবং ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময়ে ছাত্র ইউনিয়ন পরিচিত হয় মতিয়া গ্রুপ ও মেনন গ্রুপ নামে।

এরপর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মতিয়া গ্রুপ ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছিলো। পঙ্কজ ভট্টাচার্য বর্তমানে ঐক্য ন্যাপের সভাপতি।

মতিয়া গ্রুপের বিপক্ষ মেনন গ্রুপ সেদিনের ওই সমাবেশে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। সেই সময়ে ঢাকা মেডিকেল কলেজের মেনন গ্রুপ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। ওই হামলার ঘটনার জের ধরে থানায় পঙ্কজ ভট্টাচার্যের বিরুদ্ধে একটি ঘড়ি চুরির মামলা করেন জাফরুল্লাহ চৌধুরী। এই মামলাটি যে মিথ্যা ও বানোয়াট ছিলো সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পঙ্কজ ভট্টাচার্যকে তখন ১৯ দিন হাজতবাস করতে হয়েছিলো।

ঘটনাটির ২৫ বছর পর এরশাদ সরকারের পতনের আগে আগে তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর পঙ্কজ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল- ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রসহ আরো কিছু প্রতিষ্ঠান ভাংচুর।

এরশাদের একজন ঘনিষ্ঠ মিত্র ছিলেন ডা. জাফরুল্লাহ। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়ার একজন কারিগর হিসেবে কাজ করছেন।

সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে তিনি আলোচনায় এসেছেন তিনি। একজন সহকর্মীর বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা করতে পারেন, তিনি কেমন মানুষ তা বোঝার জন্য বেশি তথ্য আলসে প্রয়োজন হয় না!

Bootstrap Image Preview