Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নটরডেম কলেজের ভবন থেকে ফেলে সেন্ট জোসেফের ছাত্রকে হত্যাচেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের তৃতীয় তলা থেকে নিচে ফেলে আজমাল হোসেন (১৬) নামের এক ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন আজমালের বাবা টিটু। তবে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটনের নটরডেম কলেজ কর্তৃপক্ষ কোন সহযোগিতাই করছে না বলে অভিযোগও করেছেন তিনি।

আজমালের বাবা বলেন, আমার ছেলে সেন্ট জোসেফের ছাত্র। গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র। কে বা কারা যেন হত্যার উদ্দেশ্যে তাকে কলেজ ভবনের তৃতীয় তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে খবর পেয়ে তার হাত-পা, চোয়াল ভাঙ্গা ও রড ডুকানো অবস্থায় আমরা উদ্ধার করে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

তিনি বলেন, কারা আজমালকে হত্যার চেষ্টা করে সে ব্যাপারে আমি এখনি এ বিষয়ে কিছু বলতে পারছি না। আজমালও কথা বলতে পারছে না তাই কিছুই জানতে পারেনি।

তবে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে নটরডেম কলেজ কর্তৃপক্ষের কেউই কোনো কথা বলতে চাচ্ছে না। তারা আমাকে কোন ধরণের সহযোগিতাই করছে না। এতো বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও কলেজ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তবে পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে বলে তিনি জানান।

নটরডেম কলেজের শিক্ষক লাল সরেন বলেন, কে বা কারা ফেলে দিয়েছে বিষয়টা জানি না।

মতিঝিল থানার ওসি মোঃ ওমর ফারুক বিডিমর্নিংকে বলেন, আজমালের বাবা মাত্র একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এখন আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখব। মূল ঘটনা উদঘাটন করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview