Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৭:৪৯ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


এবার ফিলিস্তিনির জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে যাচ্ছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নেয়ার চিন্তা করছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তবে জেরুজালেরমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি ও দূতাবাস সরালেও দেশটি ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন স্কট মরিসন।

তিনি বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম ও ইসরাইলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মন্ত্রিসভা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর মে মাসে যুক্তরাষ্ট্র তাদের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছে। যা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটিকে। তবে দেশটির বিরোধীরা বলছে যে, গুরুত্বপূর্ণ একটি উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ‘শঠতাপূর্ণ’ এই বক্তব্য দিয়েছেন।

Bootstrap Image Preview