Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

`ভাল হিন্দুরা বাবরি মসজিদ ভাঙার পক্ষে নয়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভাল হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের পক্ষে নয় বলে মনে করেন, সাবেক প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর। সম্প্রতি এক সাহিত্য অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তার মন্তব্য নিয়ে এখন বিতর্ক তৈরি করেছেন বিজেপি নেতারা। খবর আনন্দবাজার পত্রিকার।

থারুর বলেন, ‘হিন্দু হিসেবে আমি খুব সচেতন। তাই আমি জানি অনেক হিন্দুই মনে করেন অযোধ্যাই রামের জন্মস্থান এবং সেখানে রামের মন্দির তৈরি হওয়া উচিত। কিন্তু আমি এ-ও মনে করি যে, কোনও ভাল হিন্দুই অন্যের উপাসনাস্থল ভেঙে মন্দির তৈরিতে বিশ্বাস করেন না।’

এই মন্তব্যের জবাবে বিজেপি মুখপাত্র নলিন কোহলি দাবি করেন, ‘অযোধ্যায় মন্দির তৈরি নিয়ে কংগ্রেস বা থারুর সিদ্ধান্ত নেওয়ার কে? ওঁরা কী ভাবে স্থির করবেন কে ভাল আর কে খারাপ হিন্দু? কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে কোন অধিকারে ওঁরা খেলা করেন?’

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বক্তব্য, ‘আমি জেনে অবাক হচ্ছি যে তারুর মনে করেন প্রকৃত হিন্দুরা অযোধ্যায় রামমন্দির তৈরির সঙ্গে সহমত নন। এটা থারুর বা রাহুল গান্ধীর মত হতে পারে। সাধারণ মানুষের নয়। এ থেকেই বোঝা যায় ওরা বাস্তব থেকে কত দূরে রয়েছে।’

বিতর্কের বাড়তে থারুর দাবি করেন, সংবাদমাধ্যমের একাংশ তাঁর মন্তব্যকে বিকৃত করেছে। তাঁর বক্তব্য, ‘আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি বলেছিলাম, বেশির ভাগ হিন্দুই যে স্থানকে রামের জন্মভূমি বলে মনে করেন সেখানে মন্দির তৈরির পক্ষপাতী। কিন্তু কোনও ভাল হিন্দু অন্যের উপাসনাস্থলকে ধ্বংস করে মন্দির গড়তে চাইবেন না।’

থারুর জানান, তিনি যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। কংগ্রেসের মত নয়। তিনি দলের মুখপাত্রও নন।

কয়েক দিনের মধ্যেই রামজন্মভূমি মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। বিজেপির দাবি, তার আগে অন্য দিকে নজর ঘোরাতে চাইছেন থারুর।

Bootstrap Image Preview