Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালীতে জাকশিপের আলোচনা সভা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:৪৯ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


দেশের ২৯৮টি কলেজকে সদ্য সরকারিকরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাতীয়করণকৃত কলেজ শিক্ষক পরিষদ (জাকশিপ) পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাকশিপের কেন্দ্রীয় আহবায়ক ফারুক হোসেন মৃধা।

সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি এম বি কলেজ কলাপাড়ার অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন।

এছাড়া জেলার বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দেশের ২৯৮টি কলেজকে সরকারিকরণ করা ও সকল শিক্ষকের সমন্বিত পদ সৃজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রনালয় বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বক্তারা।

Bootstrap Image Preview