Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে বাবাকে হত্যা, আসামি আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২২ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২২ PM

bdmorning Image Preview


মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে হত্যা মামলার প্রধান আসামি হিরন গাজীকে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ র‌্যাব এ তথ্য জানানো হয়। 

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদ রানা জানান, বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুরা গ্রামের নিহত আলী হোসেনের মেয়ে সুমাইয়াকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত হিরন গাজী। একইভাবে ৬ সেপ্টেম্বর মেয়েকে উত্যক্তের ঘটনায় বাবা আলী হোসেন প্রতিবাদ জানায়।

এ ঘটনায় ক্ষুদ্ধ হিরন গাজী ২৭ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে মোটরসাইকেল চাপা দিয়ে আলী হোসেনকে হত্যা করে। পরের দিন নিহত আলী হোসেনের স্ত্রী আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামিকে আটকের বিষয়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সে ফতুল্লা এলাকায় অবস্থান করছে। পরে সোমবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে ফকির গার্মেন্টসের এক নম্বর গেট থেকে আটক করে র‌্যাব।

 

Bootstrap Image Preview