Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঋণের পরিবর্তে 'শারীরিক সম্পর্ক', ব্যাংক ম্যানেজারকে বেধড়ক পেটালেন নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


বেসরকারি একটি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা লোন চেয়েছিল এক নারী। লোন দিতে চেয়েছিলেন ব্যাংকের ম্যানেজার। কিন্তু লোন পেতে হলে ওই নারীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে বলে জানান ম্যানেজার।

এমন ঘটনায় অভিযুক্ত ব্যাংক ম্যানেজারকে জনসমক্ষে বেধড়ক মারধর করেছেন ওই নারী। আর সামাজীক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে এই মারধরের ছবি ও ভিডিও নিয়ে। ভারতের কর্নাটকের দাভানগেরে এলাকায় ঘটনাটি ঘটে।

সাম্প্রতি যৌন হেনস্তার বিরুদ্ধে #MeToo আন্দোলনে তোলপাড় ভারতজুড়ে। অভিনেতা, খেলোয়াড়, লেখকসহ অনেকেই অভিযুক্তদের তালিকায় রয়েছে। শুধু পুরুষরাই নয় #MeToo বিদ্ধ হয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন। কিন্তু সাধারণ মহিলাদেরও তো দৈনন্দিন জীবনে নানাভাবে যৌন হেনস্তার মুখে পড়তে হয়। ঠিক যেমন পড়তে হয়েছে কর্নাটকে ওই নারীকে।

ওই নারীর দাবি, কর্নাটকের দাভানগেরে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ব্যক্তিগত লোন নিতে চেয়েছিলেন তিনি। নিয়ম মেনে লোনের জন্য ব্যাংক ম্যানেজারের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু লোনের আবেদন মঞ্জুর করার বদলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় ওই ব্যাংক ম্যানেজার।

ব্যাংক ম্যানেজারের কথোপকথন মোবাইলে রেকর্ড করে নেন অভিযোগকারী। অভিযুক্তকে দেখা করতে বলেন। ব্যাংক ম্যানেজার যখন নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলেন, তখন সকলের সামনেই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন ওই নারী।

পরে সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজীক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview