Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি জোটে ভাঙন: বেরিয়ে গেল ন্যাপ ও এনডিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


নির্বাচনকে সামনে রেখে ভেঙে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জেবেল রহমান গানি নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ এবং খন্দকার গোলাম মর্ত্তোজা নেতৃত্বাধীন ন্যাশলান ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর ইমানুয়েলন্স ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট ছাড়ার এই ঘোষণা দেন জেবেল রহমান গানি ও খন্দকার গোলাম মর্ত্তোজা। এ সময় দলদুটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

সংবাদ সম্মেলনে দলদুটি জানায়, বিএনপি জোটের শরিক হিসেবে আমরা সাধ্যমত অবদান রাখার চেষ্টা করেছি। নিজেদের মতবিরোধী ও মতাপার্থক্য থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সবসময় আন্তরিক ছিলাম।

গাণি বলেন, ২০১৪ সালের নির্বাচনে নানা ধরনের লোভনীয় প্রস্তাব থাকার পরেও জোটের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কেউ তৎকালীন ১৮ দলীয় জোট ছাড়েনি। কিন্তু এই ত্যাগকে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে কোনো মূল্যায়ন করেছে বলে আমাদের কাছে কখনো প্রতীয়মান হয়নি। বরং তাদের ভাবখানা ছিল এমন যে আমরা যাব কোথায়?’

তিনি বলেন, সোমবার ২০ দলীয় জোটের বৈঠকেও বিএনপির উপস্থিত নেতৃত্ব বলেছেন, তাদের ওপর আজকের এই ঝড় কেবল ২০ দলীয় জোটের কারণেই হয়েছে। এই জোট না থাকলে তারা জাতীয় কিংবা আন্তর্জাতিক চাপে মুখে থাকত না।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কারণে কেউ চাপে থাকুক, তা আমরা প্রত্যাশা করি না। বিএনপিকে মনে রাখতে হবে যে এই দলগুলো তাদের পাশে ছিল বলেই অনেক ব্যর্থতার ভাগ তারা শেয়ার করতে পেরেছে। না থাকলে তাও পারত না।

গানি বলেন, ‘সম্প্রতি বিএনপির জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকলে আমরা তা পর্যবেক্ষণ করছিলাম। গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্য’র নামে জাতীয় ঐক্যফ্যন্ট’র আত্মপ্রকাশ ঘটে। দুঃখ্যজনক হলেও সত্য, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে বিএনপি এবং তার নতুন মিত্ররা যে সব ঘটনার অবতারণা করেছে, তা সত্যিই হতাশাজনক।’

তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ঐক্যফ্যন্ট নায়কদের আচরণ সমগ্র জাতির সঙ্গে আমাদেরকেও হতাশ করেছে। সাবেক রাষ্ট্রপতির সেঙ্গ এ ধরনের আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব বা বিএনপি নেতাদের কাছ থেকে জাতি এ ধরনের আচরণ আশা করে না।’

জেবেল রহমান গাণি বলেন, ‘এই জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে যাদের অগ্রণী ভূমিকা লক্ষ্য করেছি, তাদের অনেকেই ১/১১ সরকার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে। তারা অনেকেই মাইনাস টু ফর্মুলায় জড়িত ছিল। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সে মামলার নায়ক ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের উপদেষ্টা যখন বিএনপির পাশে থাকে তখন আমরা ব্যথিত হই।’

Bootstrap Image Preview