Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে শুরু হলো তিনদিনব্যাপী খাদ্য মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


‘কর্ম গড়ে ভবিষ্যত, কর্মই গড়বে ২০৩০ সালে ক্ষুদামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকায় তিনদিনব্যাপী খাদ্যমেলা শুরু হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) উদ্যোগে এ মেলার অয়োজন করা হয়েছে।

বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও খাদ্য মেলা-২০১৭ এর উদ্বোধন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

খাদ্য মেলায় সরকারি ও বেসরকারি মোট স্টলের সংখ্যা প্রায় ৫৭টি। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে এফএও এর ২০তম সাধারণ সভায় হাঙ্গেরীর বিজ্ঞানী ড. পল রোমানি বিশ্বব্যাপী খাদ্য দিবস পালনের প্রস্তাব করেন। তার প্রস্তাবের পর ১৯৮১ সাল থেকে প্রতি বছর খাদ্য ও কৃষি সংস্থার জন্মদিন ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে।

Bootstrap Image Preview