Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকেশ্বরী মন্দিরকে দেড় বিঘা জমি দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


দীর্ঘ ৬০ বছরের পুরোনো (ভূমি) সমস্যা মিটিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে দেড় বিঘা জমি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বাসসকে বলেন, ‘মন্দিরের (জমি) দীর্ঘ ৬০ বছরের সমস্যা মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জমি আমাদের দিয়েছেন।’

নির্মল চ্যাটার্জি আরো বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের এই জমি প্রদান করলেন।’

চ্যাটার্জি দীর্ঘদিনের সমস্যা সমাধানে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে জমি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

গতাকাল সকালে শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে মন্দিরের জমি সমস্যা সমাধানে হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে আশ্বাস দিয়েছিলেন।

পরে তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই সমস্যাটির সমাধান করে দিয়েছি। বাকি কাজ আপনাদের ওপর নির্ভর করবে।’

Bootstrap Image Preview