Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেখানে তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview


অ্যান্টার্কটিকার কনকোর্ডিয়া রিসার্চ স্টেশন যেখানে তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কীভাবে এই গবেষণা কেন্দ্রে সাধনা চালিয়ে যাচ্ছেন সাইপ্রেন ভারসিউক্স-সহ ১২ বিজ্ঞানী? সেটাই বিস্ময়!

বিজ্ঞানী সাইপ্রেন জানিয়েছেন, ৯ মাস এখানে শীতকাল। সে সময় বাইরে বের হওয়া দুষ্কর। তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় ব্যাকটেরিয়াও বাঁচা সম্ভব নয়।

বিস্তৃণ বরফের চাদরে ঢাকা এই এলাকায় অক্সিজেনও কম বলে জানিয়েছেন সাইপ্রেন। তার কথায়, মাঝে মাঝে মনে হয়ে অন্য গ্রহে বাস করছি আমরা। 

শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গা এটি। সাইপ্রেন বলছেন, ফের অাগস্টে সূর্যের দেখা মিলবে। এখানে জলীয়বাষ্প এতটাই নগণ্য, যে অক্সিজেনের অভাব হয়। 

তবে, হঠাৎ কেন এই জায়গায় রিসার্চ সেন্টার তৈরি হলো? ২০০৫ সালে তৈরি হয় কনকোর্ডিয়া রিসার্চ স্টেশন। মানুষের অভিযোজন প্রক্রিয়া (শরীরতত্ত্ব) এবং জ্যোর্তিবিদ্যা গবেষণায় আদর্শ জায়গা হল এটি।

বিজ্ঞানী সাইপ্রেন আরও জানিয়েছেন, অবসর সময় যখন রান্না করেন, এর থেকে দুষ্কর কাজ পৃথিবীতে নেই। কেন? উত্তর দিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

চাউমিন হিমায়িত হয়ে এমনই শক্ত হয়ে গেছে মাধ্যাকর্ষণ বলকে বুড়ো আঙুল দেখিয়ে আটকে রয়েছে চামচ। স্ট্যাচু বলার আগেই স্থবির হয়ে গেছে সব...সময় যেন থমকে গেছে।

জলবায়ু পরিবর্তন বিষয়েও উল্লেখযোগ্য গবেষণা করা গেছে বলেও জানান বিজ্ঞানী সাইপ্রেন।

Bootstrap Image Preview