Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় ৬৬ টি মন্ডপে দুর্গোৎসব শুরু

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নে ৬৬টি মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

ভালুকা সদরসহ উপজেলার ভালুকা পৌর এলাকায় নতুন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় দূর্গা মন্দিরে রায় বাড়ি পূজা মন্ডপে ১২৫ তম পূজা উদ্যাপনসহ শহরের ৬টি মন্দির ছাড়াও উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব।

উৎসবকে  ঘিরে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে নেয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় হিন্দু ও মুসলিমদের নিয়ে গঠন করা হয়েছে নিরাপত্তা কমিটি। অন্যদিকে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও ভালুকা মডেল থানায় পৃথক ২টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।  

এ ব্যাপারে থানা সূত্রে জানানো হয়, প্রতিটি ইউনিয়নে সার্বক্ষনিক তদারকির জন্য ১ জন করে এসআইসহ ভ্রাম্যমাণ পুলিশ টিম দায়িত্ব পালন করছে। 

উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিরেন রায় জানান,‘গত বছরের ভালুকা সদরসহ উপজেলার ১১টি ইউনিয়নে ৫৯টি মন্ডবে দূর্গা পূজা উদযাপন করা হয়েছিল। এবার উপজেলার ৭টি মন্দিরে দুর্গা পূজা নতুন করে উদযাপন করায় দুর্গা পূজা উদযাপনের সংখ্যা দাড়ায় ৬৬টি তে।’  

Bootstrap Image Preview