Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘দেশের উন্নয়নে কৃষকদের অবদান বেশি’ 

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম বলেছেন, ‘কৃষকরা রোদে পুড়ে, পানিতে ভিজে ফসল উৎপাদন করেছে বলেই আমরা তা খেয়ে দেশের উন্নয়নে কাজ করেছি। কৃষকেরা উৎপাদন বন্ধ করে দিলে আমাদের খাদ্য সংকটে পড়ে উন্নয়নে বিঘ্ন সৃষ্টি হতো। তাই দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি।’ 

সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃষকলীগের আয়োজনে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের অভিভাবক হলো কৃষকলীগ। কৃষক বাবারা ফসল ফলিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ছেলেদের লেখাপড়া করার জন্য স্কুল-কলেজে পাঠিয়েছে। আজ কৃষকলীগ আছে বলেই ছাত্রলীগ আছে।’

এছাড়া বঙ্গবন্ধু কৃষকদের বাংলাদেশের মেরুদন্ড বলতেন। তিনি কৃষকদের সবচেয়ে বেশি ভালবাসতেন বলেও মন্তব্য করেন তিনি।

বর্ধিত সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, জেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দীন সরকার, সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।

এছাড়া সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview