Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনায় বিশ্বনাথ আইডিয়েল এসোসিয়েশনের বর্ণিল অভিষেক

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১১:০৮ AM

bdmorning Image Preview


আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো স্পেনে বার্সেলোনায় বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন “বিশ্বনাথ আইডিয়েল এসোসিয়েশন”-এর বর্ণিল অভিষেক।

গত রবিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কমিউনিটির সেবায় সর্বদা নিবেদিত থাকার শপথ নিয়ে শহরের প্রাণকেন্দ্র জিসান রেস্তোরায় বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ অভিষেকটি পরিণত হয় প্রবাসী বিশ্বনাথবাসীর মিলন মেলায়।

সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং এইচ এম রায়হানকে সভাপতি, মোহাম্মদ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ হেলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক, আমির হোসেন শাহীনকে অর্থ সম্পাদক এবং মোহাম্মদ লায়েবুর রহমানকে প্রথম সদস্য করে ২৬ জনের একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নাসির উদ্দিন ও মো. লায়েবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন-বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি।

সভায় বক্তব্য রাখেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও স্পেন বাংলা প্রেসক্লাবে প্রথম সদস্য মিরন নাজমুল, সুনামগঞ্জ কালসারাল এসোসিয়েশন ইন কাতালোনিয়ার সভাপতি মনোয়ার পাশা, ঢাকা জেলা সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান সুমন, বার্সেলোনা মুসলিম কমিউনিটির সভাপতি আব্দুল মুকিত খান, জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদকসহ প্রমুখ।

Bootstrap Image Preview