Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র মেয়ের কাছে যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview


২০ অক্টোবর যুক্তরাষ্ট্র যাবেন ইসির বৈঠকে বার বার নোট অব ডিসেন্ট দিয়ে আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

জানা যায়, বাক স্বাধীনতা ‘কেড়ে নেয়ার’ অভিযোগ করে কমিশন সভা বর্জন করা এই কমিশনারের যুক্তরাষ্ট্রে সফরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।এটি তার ব্যক্তিগত সফর। ২০ অক্টোবর যাবেন থাকবেন ৩০ অক্টোবর পর্যন্ত। সেখানে তিনি মেয়ে আইরিন মাহবুবের কাছে অবস্থান করবেন। তবে এ বিষয়ে মাহবুব তালুকদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা বর্জন করেন তিনি। তবে বাকি তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে নিয়ে বৈঠক চালিয়ে যান প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কে এম নূরুল হুদা।

পরে বিকেলে মাহবুব সাংবাদিকদের বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবনা কমিশন সভায় উপস্থাপন করতে না দেয়ায় তিনি অপমানিত হয়েছেন। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা’ শিরোনামে আমি যা আলোচনা করতে চেয়েছিলাম, আমাকে নির্বাচন কমিশন সভায় তা উপস্থাপন করতে দেয়া হয়নি। অথচ গত ৮ অক্টোবর ইসি সচিবালয় থেকে ইউওনোটের মাধ্যমে আমাকে আজকের সভায় তা উপস্থাপনার অনুরোধ জানানো হয়েছিল। আমাকে আমার প্রস্তাবনা উপস্থাপন করতে বলে তা না দেয়ায় আমি অপমানিত বোধ করেছি।’

তবে সভা শেষে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, তিনি সভা থেকে চলে গেলেও কোনো সমস্যা হয়নি। দিনভর তারা সভা করেছেন।

এর আগে গত ৩০ আগস্ট ইসির সর্বশেষ ৩৫তম কমিশন সভা হয়। ওই সভায় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হয়। তবে সেই সংশোধনীতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেছিলেন ইসি কমিশনার মাহবুব তালুকদার। সেদিনও তিনি বিকেলে সংবাদ সম্মেলন করে তার সভা বর্জনের কথা জানান।

Bootstrap Image Preview